কবির হোসেন : চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি হাইমচর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়ে বলেন,বাংলাদেশ যেভাবে আগিয়েছে তদ্রূপ এই হাইমচর তেমনভাবে এগিয়েছে।হাইমচর এক সময় অবহেলিত ছিল এখন নদী বাধ ও নানা উন্নয়ন কাজের কারনে মুল্যায়িত হয়েছে।
৭ জানুয়ারি নির্বাচনে যে ভোট আপনারা দিয়েছেন বৈরী আবহাওয়া না থাকলে হয়তো আরো বেশি ভোট পরতো।আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় আপনাদের কাছে কৃতজ্ঞতা।
১৯’শে জানুয়ারি শুক্রবার হাইমচরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয় নূর হোসেন মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানান।
অনুষ্ঠানে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী’র পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু,সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূইয়া,হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বারেক বকাউল,হাফিজ আহমেদ,জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম বাশার,হুমায়ুন পাটওয়ারী,মোস্তাফিজুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী।
মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ,মাকসুদ আলম খান,হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হাসান রাজু,যুগ্নআহব্বায়ক জাহিদ হাসান,সোহাগ মাঝি,ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল,সাউদ আল নাসেরসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় হাইমচর উপজেলার ৫৪’টি ওয়ার্ডের নির্বাচনী কমিটির সকল নেতাকর্মীরা এক এক করে ফুলেল শুভেচছা প্রধান করেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা দীপু মনি এমপি’কে।