ফুলে ফুলে সিক্ত হলেন নবনির্বাচিত এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

শামীম আহম্মেদ জয় : জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর -২ আসনের বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম কে (১৯) জানুয়ারি শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময়, তার নিজ বাড়িতে,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ও ফুলে ফুলে সিক্ত হলেন চাঁদপুর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

শুভেচ্ছা জানান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস,আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর সদর ২৫০, শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডাক্তার আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা,

উপজেলা মেডিকেল অফিসার, ডাক্তার ইসমাইল হোসেন,মতলব উত্তর উপজেলা পল্লী বিদ্যুৎ, কর্মকর্তা, ডি জি এম, মোঃ সামসুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রফিকুল ইসলাম মাস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী গাজী,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার,

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, সদস্য রাধেশ্যাম সাহা চান্দু,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, শাহ আলম সিদ্দিকী,ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারন আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, আওয়মী লীগ নেতা মানিক দর্জি, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসনে চৌধুরী, কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভা, ফরাজী কান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম,সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান,একে এম সাইফুল্লাহ সরকার,জহিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান সেলিম গাজী, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া,

দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের। মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার,সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ, মোঃ বাবুল হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ,সভাপতি হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ঢাবলু , উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, কামাল জমাদার,সহেল চৌধুরী,

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, জহির রায়হান,উপজেলা শ্রমিক লীগ নেতা খোরশেদ চৌধুরী, শামীম প্রধান,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য সদরুল আমিন, জুবায়ের আহমেদ জনিসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত খবর