মতলবে পিংড়া গ্রামে বসত ঘরে তালা ভেংগে দুর্ধর্ষ চুরি

সমির ভট্টাচার্য্য :মতলবে বসত ঘরের তালা ভেংগে দুর্ধর্ষ চুরির খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর পিংড়া গ্রামের নুরুল ইসলাম হাজীর বাড়ীতে ।

সরজমিনে জানাযায় গত ১৭ জানুয়ারি বুধবার গভীর রাতে নুরুল ইসলামের ঘরে তালা ভেংগে ঘরে প্রবেশ করে ষ্টিলের আলমারীর, কাঠের আলমারি ও ব্রিফকেশের তালা খুলে সারে ৬ ভরি স্বর্নঅলংকার নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা ও জায়গার প্রয়জনীয় দলিল নিয়ে যায় চুরের দল ।

পরেরদিন সকালে ফারুকের স্ত্রী ঘরের বাহিরে লাইটের সুইচ নিভাতে এসে দেখতে পায় ওই ঘরের তালা ভাংগা এবং ঘরের আসবাপত্র ছরিয়ে ছিটিয়ে আছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইউপি সদস্য কামরুল ইসলাম । পরে বাড়ীর লোকজন থানায় একটি লিখিত অভিযোগ করলে এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এ বিষয়ে নুরুল ইসলাম হাজীর ছেলে ফারুক বলেন ওই ঘরে আমার আব্বা, আম্মা থাকতো তারা আমার ছোট ভাই সমনের বাসায় বেরাতে যায় আর এ সুজোগে ঘরের তালা ভেংগে এ চুরির ঘটনা ঘটিয়েছে ।

৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এবং থানায় জানাতে বলেছি ।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা দেখছি।

সম্পর্কিত খবর