শামীম আহম্মেদ জয় : জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের পর মতলব উত্তর এ প্রথম সফর করলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
১৮ তারিখ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময়, মতলব উত্তর উপজেলা শ্রীরায়েরচর বাংলা বাজার,মোড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, নবনির্বাচিত চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে ফুলের তোরন দিয়ে শুভেচ্ছা জানান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি, আল এমরান খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব।
মতলব উত্তর থানা পুলিশের পক্ষ থেকে ফুলের তোরন দিয়ে শুভেচ্ছা জানান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ , সানোয়ার হোসেন।
এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও এফবিসিসিআই এর সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য,ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি। চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সুবর্ণা চৌধুরী বীনা, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।