স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল এবং নিষিদ্ধ চাই অপসারণ বিশেষ কম্বিং অভিযানে ৩৫ হাজার মিটার কারেন্টজাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত মেঘনা নদীর মোহনাসহ আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশগ্রহনকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকতা মো. তানজিমুল ইসলামের নির্দেশে নির্দেশে কোস্ট গার্ড ও নৌপুলিশসহ বিশেষ কম্বিং অপারেশন সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত মেঘনা নদীর বহরিয়া, মিনি কক্সবাজার, কাছিকাটা, শফরমালী, আনন্দ বাজার এলাকায় পরিচালিত হয়। অভিযানে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা আটক হয়।
জব্দকৃত জাল দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জাটকা দুস্থ ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।