স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মাসব্যাপী ‘উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৪’ শুরু হতে যাচ্ছে। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। আজ ১৯ জানুয়ারি বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রীডা. দীপু মনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার। মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় আমন্ত্রণ এবং উদ্বোধন অনুষ্ঠানে সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন মেলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার।