জিলানী চিশতী কলেজের নৈশ প্রহরী কামাল খান অসুস্থ: হাসপাতালে ভর্তি

চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী জিলানী চিশতী কলেজের নৈশ প্রহরী (এমএলএসএম )কামাল আহমেদ খান গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ।

গতকাল বৃস্পতিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাকে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুক ব্যাথাসহ নানা জটিল রোগ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে । হাসপাতালের নিচতলায় ওয়ান স্টাপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়েছে । চিকিৎসা চলছে । নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে তাকে ।

এ ব্যাপারে হাসপাতালের মেডিকেল অফিসার ডা:সৈয়দ আহমেদ কাজল দৈনিক চাঁদপুর খবরকে জানান,উক্ত রোগীর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে । চিকিৎসা চলছে । ইসিজি রিপোর্টে কিছুটা সমস্যা রয়েছে ।তবে আশা করছি দ্রুত সেরে উঠতে পারবে । প্রেসার ঠিক হয়ে গেলে স্বাভাবিক হয়ে যাবে ।

এদিকে গতকাল বৃস্পতিবার রাতে শাহ্তলী জিলানী চিশতী কলেজ গভনিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী হাসপাতালে ভর্তি নৈশ প্রহরী গুরুতর অসুস্থ কামাল আহমেদ খানকে দেখতে যান ,খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান ।সেই সাথে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তার পরিবারকে ।

সম্পর্কিত খবর