কচুয়া প্রতিনিধি : কচুয়ায় এক বৃদ্ধের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাঁদলা ইউনিয়নের আয়মা গ্রামের মজুমদার বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্থ আশেক আলী মাষ্টার জানান গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে পরিত্যক্ত রান্নাঘরে হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে বসত ঘর থেকে নেমে ডাক চিৎকার শুরু করলে আমার আপন ছোট ভাই দুলাল মজুমদার ও তার ছেলেরা বাড়ীর উঠান থেকে দৌড়িয়ে চলে যেতে দেখে। এতে ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে কোন বিদ্যুৎ সংযোগ নেই এবং প্রায় দুই বছর ওই রান্না ঘর পরিত্যক্ত রয়েছে।
তিনি আরো জানান,আমি একাই বাড়িতে থাকি। আমার দুই ছেলের মধ্যে বড় ছেলে থাকে প্রবাসে ও ছোট ছেলে পরিবার নিয়ে কুমিল্লা থাকে। দীর্ঘদিন ধরে আমার ভাই দুলাল মজুমদার ও তার ছেলেরা আমার দখলকৃত পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন সময় আমাকে হুমকি-ধুমকি দিয়ে আসছে। আমি যেন আমার পৈতৃক সম্পত্তি রেখে বাড়ি হইতে চলে যাই। আমি একজন বৃদ্ধ মানুষ আমার স্ত্রী মারা গেছে, একাই বাড়িতে থাকি। বর্তমানে তাদের অত্যাচার ও নির্যাতনের বিষয়ে এলাকায় স্থানীয় সালিশ বৈঠক একাধিকবার বসলে আমার ছোট ভাই দুলাল মজুমদার কোন সালিশ দরবার মানেনা। তিনি আরো জানান এ ব্যাপাওে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দুলাল মজুমদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় আমি বাড়িতে ছিলাম না। আগুন লাগার ঘটনাটি আমি শুনেছি এবং দৌড়িয়ে এসে আগুন নিভাতে সাহায্য করেছি।