ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ গতকাল ১৭ জানুয়ারি, বুধবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মো. শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. নূর খান এবং ড্যাফোডিল ফ্যামিলির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. রুবেল খান।

সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে যা কলেজের গৌরবজনক ইতিহাসে এক নতুনমাত্রার সংযোজন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা অত্যন্ত উচ্ছাসিত। প্রতিযোগিতায় ১৭টিরও বেশি খেলাধুলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের বাংলা বিভাগের প্রভাষক ইব্রাহিম খলিল হেলালের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ধরাবাঁধা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন হতে হবে।

শেষ পর্বে ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়কসহ সকল সদস্য, উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের পক্ষ হতে উপস্থিত অভিভাবক ও সুধীজনদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ ও সভাপতি মো. শিবলী সাদিক।

সম্পর্কিত খবর