সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা কারাগারে আটক দুস্থ বন্দিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে কারা কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জানুয়ারি) চাঁদপুর জেলা কারাগার থেকে এ তথ্য জানা যায়।
শীতবস্ত্র বিতরণ করেন জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার মুহাম্মদ মুনীর হোসাইন, ডেপুটি জেলার আবু ইউসুফ ও অন্যান্য কারা কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।
চাঁদপুর জেলা কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, যেসব বন্দির একেবারেই শীতবস্ত্র নেই এবং যাদের সঙ্গে তাদের আত্মীয় স্বজন দেখা করতে আসেনা এমন বন্দিদের শীতবস্ত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ জন পুরুষ এবং ৫ জন নারী, বন্দিকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। চলমান শীত মৌসুমে যারা শীতবস্ত্র সংগ্রহ করতে পারেনি তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এদিকে শীতবস্ত্র পেয়ে বন্দিরা খুবই আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।