চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫জানুয়ারী (সোমবার) বেলা ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
জানা গেছে, আগামী ১৭জানুয়ারী থেকে বিভিন্ন ইভেন্ট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় বাধ্যতামূলক অংশগ্রহণ করতে নির্দেশনা রয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে গত ১১জানুয়ারী ২০২৪ তারিখ থেকে ১৩জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত বিভিন্ন ইভেন্ট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।