মতলবে শীতের প্রকোপে জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা

সমির ভট্টাচার্য্য :  গত কয়েক দিনের ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাপানো নককনে শীতে কাহিল হয়ে পরেছে মতলবের জনজীবন । দুপুর পর্ষন্ত বৃষ্টির মত ঝরছে শিশির এক সপ্তাহ যাবত দেখা মিলছে না সূর্যের। এরই মাঝে মতলব বাজারে জমে উঠেছে গরম কাপড় বেচাকেনা ।

সরজমিনে দেখা যায় মতলব রথ বাজারে শীতের প্রকোপ থেকে বাঁচতে বিশেষ করে শিশু এবং বুড়ো মানুষের পাশাপাশি বিভিন্ন বয়সের গরম কাপড়ের চাহিদা বেড়েছে অনেকটাই। মতলব বাজারের শপিং সেন্টার গুলো ছাড়াও ফুটপাতে থাকা গরম কাপড় বিক্রি হচ্ছে বেশি। শীতের হাত থেকে বাঁচার জন্য নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাতে থাকা বিভিন্ন সাইজের গরম কাপড়ের দিকে।

এদিকে শীত বাড়ার সাথে সাথে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। মতলব আইসিডিডিআরবি সূত্রে জানা যায়, গড়ে প্রতিদিন আড়াইশো রোগী চিকিৎসা সেবা নিতে আসছেন। যাদের মধ্যে অধিকাংশই শিশু।

চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের আবহাওয়া কর্মকর্তা শাহ মোহাম্মদ শোয়েব জানান, রবিবার (১৪ জানুয়ারি) জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

 

সম্পর্কিত খবর