শওকত আলী : চাঁদপুরে হতদরিদ্র শিশুটি তার মাথা ব্যাথার চিকিৎসা করাতে নাপারায় অকালে ঝরে গেল হতদরিদ্র শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেনের প্রাণ। সে শহরের চাঁদপুর শিশু কল্যাণ বিদ্যালয়ের একজন ভাল মানের শিক্ষার্থী ছিল বলে অন্য শিক্ষার্থীরা জানিয়েছেন।
চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী মদ্রাসা রোডে অবস্থিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২০, চাঁদপুর এর ৩য় শ্রেীণর শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন. রোববার (১৪ জানুয়ারি ২০২৪) আনুমানিক রাত ৩ টায় মৃত্যবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বাবা চাঁদপুর পৌরসভার বড় স্টেশন মাদ্রাসা রোড এলাকার মাছ বিক্রেতা রাকিবুল হোসেন এবং মা অনু বেগম। বিগত কয়েক মাস থেকে রাকিবুল মাথা ব্যাথা জনিত জটিল রোগে ভুগছিলেন। বাবা,মা’অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিল না।
রোববার(১৪জানুয়ারী) দুপুরে রেলওয়ে উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডের রেলওয়ে দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে তাকে রেলওয়ে করবস্থানে দাফন করা হয়।
হতদরিদ্র বাবা মার একমাত্র পুত্র সন্তান সাব্বিরের অকাল মৃত্যুতে এলাকার বাতাস ভারি হয়ে উঠে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ্এ সময় বাবা মা ও আত্মীয়স্বজনের আহাজারিতে তীব্র শীতের কুয়াশাছন্ন আকাশ যেন আরও ভারী হয়ে উঠে।
বাবা,মা’এক মাত্র সন্তানকে হারিয়ে শোকে মূহুমান হয়ে পড়ে,তারা মাঝে মধ্যে ছেলেকে হারিয়ে মূর্ছা যেতে দেখা যায়। তার বিদ্যালয়ের সহপাঠীরাও সাব্বির হোসেন কে হারিয়ে শোক এবং কান্নায় ভেঙ্গে পড়েন।
সাব্বির হোসেনের মৃত্যুতে রোববার চাঁদপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিশু সাব্বির হোসেনের অকাল মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন শান্তসহ চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির সকল কর্মকর্তারা।
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির সকল কর্মকর্তারা এ শিশুর বিদোহী আত্বার মাগফেরাত কামনা করে মহান আল্øাহ্ কাছে প্রার্থনা করেন তাকে বেহেস্তবাসী করার জন্য।