সাংবাদিক আল ইমরান শোভনের ছোট ভাইয়ের বৌ-ভাত অনুষ্ঠিত

চাঁদপুর শহরের কদমতলা রোডের বাসিন্দা মরহুম মৃত আব্দুল মান্নান বেপারী ও নিগার সুলতানার ছেলে ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভনের ছোট ভাই আল ইকরাম রোহন এর সাথে ফরিদগঞ্জ ৪নং সুবিদপুর ইউনিয়ন বদর পুর সরদার বাড়ির আব্দুল সাত্তার ও বিউটি বেগমের মেয়ে জান্নাতুল ফেরদৌস জামিয়া এর বৌ-ভাত অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত , চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি/সাধারণ সম্পাদকরা’সহ রাজনৈতি, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবদম্পত্তি সবার দোয়া কামনা করেন।

সম্পর্কিত খবর