চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।
গতকাল ১৪জানুয়ারী চাঁদপুর সদরের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সফরমালী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরিদর্শন শেষে নৈপুণ্য অ্যাপ ব্যবহার করে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্ড দুইটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন শিক্ষা অফিসার মো: কামাল হোসেনসহ বিদ্যালয়ের প্রধানি শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
এসময় ষোলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কমৃচারীবৃন্দ উপস্থিত ছিলেন।