চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে হাইমচর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় হয়।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় হাইমচর প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. হোসেন হোসেনসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, কার্যকরী সদস্য নেয়ামত হোসেন, হাইমচর প্রেসক্লাবে সহ-সভাপতি ইসমাইল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মামুন মিজি, প্রচার সম্পাদক মো. শাহ আলম মিজি, ক্রিড়া বিষয়ক সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক মামুন, কার্যনির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, মো. হোসেন গাজী, নাজমুল হাসান পলাশ, মো. শরীফ হোসেন, আলমগীর হোসেন পাটওয়ারী ও কামাল হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর