স্টাফ রিপোটার : শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার ( ১৪ জানুয়ারি ) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের ২য় তলায় সমিতির স্টাফ সহ প্রায় শতাধিক হতদ্ররিদ্রদের মাঝে কম্বল তুলে দেয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডঃ শাহজাহান মিয়া।
সংগঠনের কোষাদক্ষ্য ও জেলা আইনজীবী সমিতির সম্পাদক রেজিষ্টারিং অথরিটি অ্যাডঃ মামুন মিয়াজীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক অ্যাডঃ শাহজাহান খান, সংগঠনের সদস্য অ্যাডঃ সফিকুল ইসলাম রনি, অ্যাডঃ মুসলিম মিয়াজী, অ্যাডঃ ইমাম হোসেন সুমন ও অ্যাডঃ মহিউদ্দিন ফাহাদ।