কন্টেন্ট গ্যাদারিং তৈরিতে শাহতলীতে দুটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে চক্ষু চিকিৎসা নির্ভর কন্টেন্ট গ্যাদারিং তৈরির জন্য চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১৪জানুয়ারী (রবিবার) দুপুর ১টায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর চক্ষু হাসপাতালের ম্যানেজার শামীম খান, চায়না মিডিয়া গ্রুপ এর উপদেষ্টা শিহাবুর রহমান, অরবিস এর কমিউনিকেশন স্পেশালিস্ট সাহস মোস্তাফিজ সহ চক্ষু হাসপাতালে টিম।

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ রুবিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির প্রধান মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার সহ অন্যান্যরা।

চক্ষু হাসপাতালের টিম কন্টেন্ট গ্যাদারিং তৈরির জন্য বিভিন্ন লোকেশন ঘুরে দেখেন।

এসময় চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ম্যানেজারসহ টিমকে বিদ্যালয়দ্বয়ের পক্ষ থেকে স্বাগত জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর