চাঁদপুরে পানির পাম্পে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় পানির পাম্পে চাদর পেঁচিয়ে রজবুন নেছা (৮০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার মেঘনা নদীর পাড়ে দুর্ঘটনা ঘটে। নিহত রজবুন নেছা চাঁদপুর শহরের পুরানবাজার নিতাইগঞ্জ এলাকার স্বামী শুক্কুর মিয়া স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রজবুন নেছা বিভিন্ন স্থানে বোতল কুড়াত। বিকেলে নদীর পাড়ে বোতল খুঁজতে আসে। ওই সময় নদীর পাড়ে থাকা একটি চালু কৃত পানির পাম্পে অসাবধানতায় চাদর পেঁচিয়ে হাত ও মাথার চুল আটকে যায়। সেখানে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ওই নারীর উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম জানান, ওই নারীর মৃত্যুর বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই। জেলা প্রশাসকের অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর