স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব গাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে তাঁর মরদেহ চাঁদপুর শহরের পুরাণবাজার ১নং ওয়ার্ড বাকালী পট্টি গাজী বাড়ির নিজ বাসভবনে নিয়ে আসা হয়।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী,৩ ছেলে ১ মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে টিটু ও সাগর গাজী জানায় তার বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন এবং দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন।
রোববার সকাল ১০ টায় স্থানীয় মধ্যশ্রীরামদী মহাম্মদীয়া মাদরাসা ও জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে রাস্ট্রীয় মর্যাদায় সেখানকার কবরস্থানে দাফন করা হবে।