নারায়নপুর বাজারে সরকারি খালে ভবন নির্মানের অভিযোগ উঠেছে

সমির ভট্টাচার্য্য ঃ মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বোয়ালজুরি খাল সংল্গন নারায়নপুর বাজার দিয়ে প্রবাহিত সাড়পার – বারিগাঁও খাল দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে ওই বাজারের এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরোদ্দে।

সরজমিনে দেখা যায় নারায়নপুর বাজারের সাবেক গ্রীনলাইফ হাসপাতালের পাশের ব্রিজে টিন ও কাপড় দিয়ে আবদ্ধ করে খালের উপর বহুতল ভবন নির্মাণ করছে ওই বাজারের প্রভাবশালী ব্যবসায়ী আলমগীর বকাউল । এভাবে সরকারি খাল দখল হলে ভবিষ্যতে পানি নিস্কাশনে বিশাল বাঁধ হয়ে দাড়াবে বলে অভিমত ব্যাক্ত করেছেন বাজারের সচেতন মহল ।

নাম প্রকাশে অনিচ্ছুক নারায়নপুর বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেন সরকারী কর্মকর্তাদের নজরদারির অভাবে এ বাজারে অধিকাংশ খাল ও খাস জায়জা দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। এভাবে খাল দখল চলতে থাকলে ভবিষ্যতে এ খালটি ভরট হয়ে যাবে এর প্রভাব পড়বে সাড়পার, বারিগাঁও, জুগিচাপুর পয়ালীসহ প্রায় ১৫-২০টি গ্রামের বিলের কৃষি জমিতে। এমনিতেই কৃষকরা পানি অভাবে ফসল ফলাতে হিমশিম খেতে হয়। তাছাড়া ওনি যদি নিজের জায়গায় ভবন নির্মান করে থাকে তাহেলে ব্রিজে বেড়া দিয়ে কাজ করছে কেন । তাই সংশিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা ।

এ বিষয়ে নির্মানধীন ভবন মালিক আলমগীর বকাউল বলেন আমি ভূমি অফিসের অনুমতি নিয়েই কাজ করছি। এখানে আমার ২ শতাংস ৮০ পয়েন্ট জায়গা আছে আমি আড়াই শতাংসের উপর ভবন করছি খালের মাধ্যে আমি আরো জায়গা পাই ।

এ বিষয়ে নায়েরগাঁও ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ জসিমউদদীন বলেন খালের উপর ভবন নির্মানের কোন অনুমতি আমারা দেইনি । আমি সরজমিনে গিয়ে বিষয়টি দেখবো ।

সম্পর্কিত খবর