চাঁদপুরে ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি

গাজী মোঃ ইমাম হাসানঃ টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী সভায় সমাজকল্যান মন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন ডাঃদীপু মনি এমপি।

শুক্রবার (১২ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসলে দলীয় নেতার্কমীরা সমাজকল্যান মন্ত্রী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।ঐদিন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন ইউনিটের উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে সমাজকল্যানমন্ত্রী ডাঃ দীপু মনি বলেন এই বিজয় আপনাদের, এই বিজয় অসত্যের বিরুদ্ধে সত্যের জয়।এবারের নির্বাচনে আমাদেরক নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্র আর ক্রমাগত মিথ্যাচার আর অপপ্রচার চালিয়েছে।কিন্তু জনগন ভোটের মাধ্যমে সেই অপচেস্টার প্রতিবাদ জানিয়েছেন।আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।আমি বিগত দিনে আপনাদের জন্য কাজ করেছি।

সমাজকল্যান মন্ত্রী ডা: দীপু মনি এমপি বলেন ,আপনাদের সকলকে আমার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা ৭ জানুয়ারী জাতীয় সংসদ র্নিবাচনে চাঁদপুর-৩নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী করেছেন। যা আমার আওয়ামী পরিবারের ও তেমনি আমার সম্মানিত ভোটারদের জয়। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।

আপনাদের কাছে আমার প্রান প্রিয় চাঁদপুর বাসীর কাছে আমার কৃতজ্ঞতা শুধুমাত্র ৫বছরের জন্য নয়, আমি মনে করি আপনারা আমাকে আমার সারা জীবনের জন্য ঋনী করেছেন ১বার নয় ৪বার। ভোট দিয়ে নয়, আমার উপর আপনাদের ভালোবাসা, বিশ^াস, দোয়া, আর্শিবাদ, স্নেহ ও আস্থা সবকিছু দিয়েছেন। যা জীবনেও শোধ হওয়ার নয়। আমি আমার সবটুকু দিয়ে প্রয়োজনে আমার জীবন দিয়েও আমি এ ঋন শোধ করবার জন্য আপ্রান চেষ্টা করব। আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের জণপ্রতিনিধি হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিন দায়িত্ব দিয়েছেন তার সমাজকল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আমরা শপথ নিয়েছি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মন্ত্রী পরিষদের একজন সদস্য হবার সম্মান ও সৌভাগ্য হয়েছে। এ নিয়ে আমি তৃতীয় বার মন্ত্রী। আমার সকল কৃতজ্ঞতা মহান স্রষ্টার প্রতি। সমাজকল্যান মন্ত্রণালয়টি তৈরি হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধুর যে বৈষম্যহীন সমাজতন্ত্র চেয়েছিলেন। তার কন্যা একটি কল্যান রাষ্ট্র তেরি করতে চান। দেশকে কল্যান রাষ্ট্র তেরি করতে আামি যেন আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি। আমার কৃতজ্ঞতা প্রকাশের কোন শেষ নাই।৭জানুয়ারীর নির্বাচনে সমস্ত ষড়যন্ত্রের চাল চিহ্ন করে চাঁদপুরের জনগনকে সঙ্গে নিয়ে জনগণের ভোট ও বিশ^াস আস্থা নিয়ে আমরা জয়ী হয়েছি।

জেলা আওয়ামী, সদর উপজেলা আওয়ামী,পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ,সদর উপজেলা যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,যুব মহিলা লীগ,হাইমচর উপজেলা আওয়ামী লীগ,জেলা ছাত্রলীগ,সদর উপজেলা ছাত্রলীগসহ সকল ইউনিয়ন চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি ও দলের অংগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাককর্মীরা সমাজকল্যাণমন্ত্রী ডাঃদীপু মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু,পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনে এসডু পাটোয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক এড মুজিবুর রহমান ভূইয়া,চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ,সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল প্রমুখ।

সম্পর্কিত খবর