পদোন্নতি পেয়ে শিক্ষামন্ত্রী হলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল

ঢাকা অফিস : মহিবুল হাসান চৌধুরী নওফেল পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গতবারের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী ছিলেন নওফেল। এবার তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হলেন।

আর গতবারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে এবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন নওফেল। এবারের মন্ত্রিসভার আরো ২৪ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

বঙ্গভবনে শপথের মধ্যদিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভিষেক হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান।

এর আগে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

সম্পর্কিত খবর