মতলব উত্তর থানার আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠান সম্পন্ন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের মতলব উত্তর থানার আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখায় পুলিশ সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রীতিভোজ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

প্রীতিভোজ শেষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম থানার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অফিসার ও ফোর্সদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

এ সময় চাঁদপুরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীর, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর