হাইমচরে নিখোঁজের ১২ দিন পর মিললো জেলে রাসেলের লাশ

মোঃ ইসমাইলঃ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে জাহাজের সাথে জেলে নৌকার ধাক্কায় ডুবে যাওয়া জেলে রাসেল শিকদার এর লাশ ১২ দিন পর ভেসে উঠলে ফিরে ফেল তার পরিবার।

গতকাল বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার মেঘনা নদীতে লাশ ভেসে উঠে। এ সংবাদ পেয়ে রাসেল শিকদারের বড় ভাই ইউপি সদস্য মোঃ দাদন শিকদার লাশটি সনাক্ত করেন। উল্লেখ্য গত
৩১ ডিসেম্বর রবিবার সন্ধা ৭টায় উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য দাদন শিকদার জানান, মাছ শিকার করার জন্য মেঘনা নদীতে যান তার ছোট ভাই রাসেল। মাছ ধরার নৌকায় রাসেল ও দেলু নামের আরেক জেলে ছিলো। রাতের অন্ধকারে একটি জাহাজ তাদের নৌকার উপর দিয়ে উঠিয়ে দিলে নৌকায় থাকা দেলু টসলাইটের ইসারা দিলে অন্য একটি নৌকা তাকে উদ্ধার করে। রাসেলকে তারা খুঁজে পায় না। অনেক চেষ্টা করে কোথাও খুঁজে পাওয়া যায় নি। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ অশেষ রহমতে আজ আমার ভাইয়ের লাশ ১২ দিন পর সন্ধান মিলে।

সম্পর্কিত খবর