স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে কু প্রস্তাব দিলে রাজি না হওয়ায় আপন বড় ভাসুর প্রবাসীর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে শীলতাহানীর চেষ্টা করে। ঘটনা জানাজানি হলে প্রতিবাদ করলে প্রবাসীর স্ত্রীর উপর অতর্কিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে।
সুপ্রিয় দর্শক মন্ডলী ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া পাটোয়ারী বাড়ির প্রবাসী আলাউদ্দিন গাজীর বাড়িতে।
এই ঘটনার প্রবাসীর স্ত্রী বাদী হয়ে চাঁদপুর মডেল থানা ভাসুর ফারুক পাটোয়ারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করার পর এসআই আলিম সঙ্গীও পুলিশ ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের হাতে আটক হওয়া ফারুক পাটোয়ারী ১২ নং চান্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ বালিয়া পাটোয়ারী বাড়ির তাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে।
এর পূর্বে ফারুক পাটোয়ারী একে একে পাঁচটি বিয়ে করে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে।
এলাকায় এভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
প্রবাসী স্ত্রী জানান, স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় ভাসুর ফারুক পাটোয়ারী কু প্রস্তাব দিয়ে আসছিল। তার কথায় রাজি না হওয়ায় সে ঘর বাড়ি ভাঙচুর করে সেই ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে।
এই ঘটনায় ভাসুর ফারুক পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
এদিকে পুলিশের হাতে আটক হওয়া ফারুক পাটোয়ারীকে চালিয়ে নেওয়ার জন্য এলাকার কিছু দালালচক্রকে তদবির করতে দেখা যায়।