জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির সভা

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১১জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় কলেজের সভা কক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভায় শিক্ষার মান উন্নয়ন, শৃংখলা বজায় রাখা, অবসরপ্রাপ্ত দু’জন সহকারি অধ্যাপকের অবসর ও কল্যাণ সুবিধা প্রাপ্তির বিষয় সহ বেশ কিছু গুরুত্বপুর্ণ বিষয় আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

এসময় সভায় অংশ নেন , কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি সদস্য মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তারসহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর