চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ কলেজটি সদরের প্রথম বেসরকারি কলেজ। কলেজটি নারী শিক্ষায় অত্র অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বছর এইচএসসি পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। ৭জন জিপিএ ৫ পেয়েছে। আমি অধ্যক্ষসহ শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে হবে । প্রতিটি শিক্ষার্থীদের পড়াশুনার তথ্য অভিভাবকদের জানাতে হবে। শিক্ষার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। অর্থের জন্য কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ করা যাবে না ।আমি গরীব ও মেধাবী শিক্ষার্থীর পাশে আছি এবং থাকবো । সবধরনের সহযোগিতা করবো । ঝড়ে পড়া রোধ করতে হবে ।
তিনি বলেন ,কলেজের অবকাঠামো উন্নয়ন অবদানের জন্য ডা:দীপু মনি এমপির প্রতি অশেষ কৃতজ্বতা জানাচ্ছি । ৪তলা নতুন ভবন নিমাণ করেছে ।
সভায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় (৭৮.৮৬%সহ) ৭জন জিপিএ-৫ সহ সাফল্যজনক ফলাফল অর্জন করায় কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ সহ শিক্ষকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক ফরিদা ইয়াছমিন, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।
মতবিনিময় সভার পূর্বে সকাল সাড়ে ১০টায় কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
সভায় শিক্ষার মান উন্নয়ন, অবসরপ্রাপ্ত দু’জন সহকারি অধ্যাপকের অবসর ও কল্যাণ সুবিধা প্রাপ্তির বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি সদস্য মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তারসহ অন্যান্যরা।