চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী রুশদী বাড়ি নিবাসী কৃষি ব্যাংক মুন্সিরহাট শাখার কর্মকর্তা আবু নওসুদ মুন্সি’র মাতা বেলায়েতুন নেছা’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০জানুয়ারী (বুধবার) বাদ আসর শাহতলীস্থ মরহুমার নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার নাতিন জামাই চাঁদপুর আল-কুরআন জামিয়া মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস। জানাযা শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
জানাযার নামাজে অংশগ্রহন, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইন, পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম তপদার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আহম্মদ উল্ল্যাহ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, সমাজসেবক নুরুল হক মুন্সি, মরহুমের বড় ছেলে মোশারফ হোসেন বাবুল মুন্সি,
মরহুমের ছেলে সাবেক উপজেলা বিআরডিবির কমকতা ছলেমান মুন্সি, মরহুমের ছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা আবু নওসুদ মুন্সি, মরহুমের ছেলে মো: মানিক মুন্সি, মরহুমের ছেলে মো: মাসুদ মুন্সি,
মরহুমের ছেলে মো: মাসুম মুন্সি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: মামুন আল হাসান, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সমাজসেবক মো: দুলাল কারী।
জানাযার নামাজে আরো অংশগ্রহন করেন, মুন্সি বাড়ি নিবাসী সাবেক শিক্ষক মো: মিজানুর রহমান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, স্বাস্থ্য সহকারি মো: মোস্তফা মুন্সি, মো: নূর মোহাম্মদ মুন্সি,
মো: হাসান মুন্সি, সার্জেন্ট আরিফ, স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বারী, স্থানীয় মো: বাবুল কারী, স্থানীয় মো: তাহের মিজি, স্থানীয় মো: লিটন মিজি, মো: রিপন মিজি, চাঁদপুর নিউ মার্কেটের ব্যবসায়ী মো: তাজুল ইসলাম সহ শতশত মুসল্লিগণ
জানা গেছে, ১০জানুয়ারী (বুধবার) সকাল ৭টায় মরহুমা বেলায়েতুন নেছা বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮৫বছর। তিনি মৃত্যুকালে ৬ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।