স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায়,ইউপি চেয়ারম্যানের বাড়িসহ ৩টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷
রোববার সন্ধ্যায় নৌকার বিজয়ী প্রার্থীর সমর্থকরা এ হামলা- ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ জানান ৷
চেয়ারম্যান নুর মোহাম্মদ এর পরিবার সূত্রে জানা গেছে দক্ষিণ নাউরী গ্রামের ওসমান মাস্টারের ছেলে কবির, মোহাম্মদ হোসেন ,শাহজাহান, আরিফ উল্যার ছেলে ইমন, মনি বেগমের ছেলে সুজন,ওলু প্রধানের ছেলে শাহ আলম,আক্তার হোসেনের ছেলে মিরাজ,ওসমান গনির ছেলে মোহাম্মদ হোসেন, ও ফরাজীকান্দি ইউনিয়নের সুজনসহ আরো ৫০/ ৬০ জন নৌকার সমর্থক নুর মোহাম্মদ চেয়ারম্যানের ঘর থেকে ১ টা ৩২” টেলিভিশন, ১ লক্ষ টাকা,ষ্টিল আলমারির তালা ভেংগে প্রায় ৫/৬ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে যায়।
এছাড়া ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপনের বাড়িতে হামলা দিয়ে তার স্ত্রীর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্নের চেইন, ৫০ হাজার টাকা, ১ টা মোটর সাইকেল (হোন্ডা এক্সব্লেড) নিয়ে যায় এবং ষ্টীল আলমারির তালা ভেংগে স্বর্নের কানের দুল ও স্বর্নালংকার নিয়ে যায়।
তা ছাড়া কাশেম এর বাড়ীতে হামলা দিয়ে ১ ভরি ওজনের স্বর্নের চেইন, ১ লক্ষ টাকা, এবং কাশেম এর স্ত্রীর মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে মারাত্বক জখম করেন এবং এডভোকেট লিয়াকত আলি সুমনের অফিস ভাচুর করেন দুর্বৃত্তরা ৷
এব্যপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো ৷