চাঁদপুর খবর রির্পোট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন চলাকালীন গুরুতর আহত হয়েছেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন।
তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল ৮জানুয়ারী (সোমবার) সন্ধ্যায় তাকে দেখতে, খোজঁখবর নিতে চাঁদপুর সদর হাসপাতালে যান শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পরে তিনি তার সু-চিকিৎসার জন্য ডাক্তারকে পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহম্মেদ কাজল, নার্স ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজ খন্দকারসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দগণ।
জানা গেছে, গত ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন চলাকালীন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলনের উপর প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নেন ।