স্বপন কর্মকার মিঠুন/গাজী মহিন উদ্দিন: চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মেজর রফিকুল ইসলাম বীর উত্তম ৫ম বারের মত জয়লাভ করেন।
এ আসনের দুই উপজেলায় ১৫৩টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম ৮৩ হাজার হাজার ২২৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে গাজী মাঈনুদ্দিন পেয়েছে ৩৮ হাজার ৬৩৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আলহাজ¦ সফিকুল আলম ফিরোজ পেয়েছে ২২ হাজার ৫৩৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার প্রতীকে সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী পেয়েছেন ৭ হাজার ১৪৪ ভোট, জাসদের মশাল প্রতীকে ৩৮০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর ছড়ি প্রতীকে আক্তার হোসেন পেয়েছেন ১৪১ ভোট।
মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তার প্রতিদন্দ্বী গাজী মাঈনুদ্দিনকে ৪৪ হাজার ৫৯১ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ করেন।
১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চাঁদপুর-৫ আসন থেকে জয় লাভ করেন। এরপর ২০০১ সালের নির্বাচনে নৌকা প্রতীকে সূচনীয় পরাজয় ঘটে। ২০০৮ সাল থেকে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ টানা ৪ বার নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
হাজীগঞ্জ উপজেলায় ৮৮টি কেন্দ্রে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি পেয়েছে ৩৭ হাজার ২৮৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী মাঈনুদ্দিন ৩৬ হাজার ৩১ ভোট।
শাহরাস্তি উপজেলায় ৬৫টি কেন্দ্রে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম ৪৫হাজার ৯৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সফিকুল আলম ফিরোজ পেয়েছেন ১৬হাজার ৭৮১ ভোট। এ উপজেলার ভোটে বিশাল ব্যবধানে নৌকা প্রার্থী বিজয় নিশ্চিত করে।