স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিশাল ব্যবধানে চতুথবারের মতো নিবাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল ৭ জানুয়ারি রোববার বেসরকারি সূত্রে এ তথ্য জানা যায়। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. দিপু মনি ১৬৫টি কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১৯৭ ভোট।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী চাঁদপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ৯৩২ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৭ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজর ৮৯৩ জন।