চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ জানুয়ারি (শনিবার) কচুয়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: ইকবাল হাসান এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন সহ সংশ্লিষ্ট অংশীজন।
সভায় ভোটপূর্ব নির্বাচনী মালামাল সংগ্রহ, ভোট কেন্দ্র প্রস্তুত, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।