সাইদ হোসেন অপু চৌধুরী : আজ ৭ জানুয়ারী সারা দেশের ন্যায় চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট প্রার্থীর সংখ্যা ২৯ জন।
চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটারসহ জেলায় ভোটার সংখ্যা ২১ লাখ ৫৯ হাজার ৬শ’ ৯৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৭শ ৫৪ জন এবং মহিলা ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৯শ’ ৩৭ জন। হিজরা ভোটার ৬ জন। গাণিতিক হিসেব মতে, ৬৯ হাজার ৮শ ১৭ জন পুরুষ ভোটার মহিলা ভোটারের চেয়ে বেশি।
প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর -১ (কচুয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৬শ’ ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২শ’ ৬৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৬ হাজার ৩শ’ ৫৭ জন।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৫শ’ ২৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ২৮ হাজার ৫শ’ জন।
চাঁদপুর-৩ ( সদর-হাইমচর) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩শ’ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ২শ’ ৫৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৬ হাজার ৬৮ জন।
চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১শ’ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৭শ’ ৬০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩শ’ ৬৮ জন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৫শ’ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৯শ’ ৪৯ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬শ’ ৪৪ জন।
চাঁদপুরের ৫ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন চাঁদপুর- ১ (কচুয়া)- ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগ (নৌকা ) মোঃ সেলিম প্রধান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) সাইফুল ইসলাম, জাসদ (মশাল)। চাঁদপুর- ২ (মতলব দক্ষিন ও মতলব উত্তর)- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগ (নৌকা), এম ইসফাক আহসান, স্বতন্ত্র প্রার্থী (ঈগল), মো. এমরান হোসেন মিয়া, জাতীয় পার্টি (লাঙ্গল), মো. মনির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা), মো. হাছান আলী সিকদার, জাসদ (মশাল)। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর): ডা. দীপু মনি, আওয়ামী লীগ (নৌকা), ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী (ঈগল), আবু জাফর মো. মাইনুদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি), মো. কাওছার মোল্লা, জাকের পার্টি (গোলাপ ফুল),
মো. মহসিন খান, জাতীয় পার্টি (লাঙ্গল), মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা), মো. রেদওয়ান খান, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক)। চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ ) মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগ, (নৌকা), ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী (ঈগল), জালাল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক), সাজ্জাদ রশিদ, জাতীয় পার্টি (লাঙ্গল), আবদুল গনি, ন্যাশনাল পিপলস পার্টি (আম), ড. মো. শাহজাহান, বিএনএম মহাসচিব (নোঙ্গর), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা), মো. আবদুল কাদির তালুকদার, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীর উত্তম, আওয়ামী লীগ (নৌকা), গাজী মোঃ মাঈনুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী (ঈগল), মোহাম্মদ সফিকুল আলম, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক), সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান (চেয়ার), আক্তার হোসেন, বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা)।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কাজে দায়িত্ব পালন করবেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ।
উল্লেখ্য চাঁদপুরের পাঁচটি আসনে ৮ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৭ শতাধিক। চাঁদপুর-১ (কচুয়া) -১০৯ টি, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তরে) ১৫৫ টি, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচরে)-১৬৫ টি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে)-১১৮ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তিতে) ১৫৩টি ভোট কেন্দ্রে রয়েছে।