ভাষা সৈনিক ও বীর মুক্তিযুদ্ধা বি এম কলিমুল্লাহর ইন্তেকাল

হাবিবুর রহমান : চাঁদপুরের হাজীগঞ্জের অহংকার ভাষা সৈনিক ও বীর মুক্তিযুদ্ধা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বি এম কলিমুল্লাহ বৃহস্পতিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন।

মরহুম বি এম কলিমুল্লাহর প্রথম জানাজা বাদ জুমা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এবং দ্বিতীয় জানাজা নিজের জন্মস্থান উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের গোপালখোড় ভূঁইয়া বাড়ীতে পিতা মাতার কবরের পাশে দাফন করা হয়।জানাজা পূর্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা ও গাড অব অনার প্রদান করা হয়।

মরহুমের জানাজায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাজীগঞ্জ শাহরাস্তির সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ,স,ম, মাহাবুব উল আলম লিপন, সাবেক মেয়র আঃ মান্নান খান বাচ্চু,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন, ভার প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ,হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটোয়ারী সহ বিভিন্ন পর্যায়ের গন্য মান্য ব্যক্তি বর্গসহ কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।

ভাষা সৈনিক বি এম কলিমুল্লাহর মৃত্যুতে হাজীগঞ্জ শাহরাস্তির সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহাবুব উল আলম লিপন, সাবেক মেয়র আঃ মান্নান খান বাচ্চু,উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটোয়ারী সহ হাজীগঞ্জের বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জানানো হয়েছে।

 

সম্পর্কিত খবর