স্টাফ রিপোর্টার : পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর দেশের দুর্যোগকালীন সময় বিভিন্ন উপলক্ষ্যে সহযোগিতা নিয়ে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারই ধারবাহিকতায় পুনাক চাঁদপুর কর্তৃক বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শনিবার (৩০ ডিসেম্বর) পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), চাঁদপুর এর আয়োজনে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীতে বসবাসরত বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ করেন পুনাক চাঁদপুর সভানেত্রী নূরজাহান ইসলাম। এসময় সহ সভানেত্রী পূজা দাশ রায়, অর্থ ও দপ্তর সম্পাদক ঈশানা ইভা’সহ পুনাক চাঁদপুরের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।