চাঁদপুর খবর রির্পোট: আজ ২৮ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা চাঁদপুর জেলায় ভার্চুয়ালী নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।
২৫ডিসেম্বর (সোমবার) চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৩টায় চাঁদপুর জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপস্থিতিতে ভার্চুয়াল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
উল্লেখিত তারিখ ও সময় স্থানীয় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ভার্চুয়াল নির্বাচনী জনসভাকে কে সফল করার জন্য সবিনয় অনুরোধ করেছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।