সাইদ হোসেন অপু চৌধুরী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ সদর ও হাইমচর এবং ফরিদগঞ্জ ৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ড. শামছুল হক ভূইয়া সাংবাদিক সম্মেলনে করেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন তিনি।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতাকর্মীদের নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন। তিনি নৌকার প্রার্থীর প্রতি অনুরোধ করে বলেন, হুমকি-ধমকি সমালোচনা ও উস্কানীমূলক বক্তব্য পরিহার করে আসুন আমরা জনগণের রায়ের উপর ভোটের ভাগ্য কি হয় দেখি। জনগণ যাকে চায় সেই জনগণের প্রতিনিধিত্ব করুক। এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণমূলক নির্বাচনের সফলতা দেশ ও বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্যতা পাবে।
তিনি আরও বলেন, আমি কেন ২ আসনে নির্বাচন করছি। কারন ফরিদগঞ্জ আমার বাপ দাদার এলাকা। আর চাঁদপুর-৪ থেকে আমি এমপি হয়েছি। চাঁদপুর-৩ থেকে এর আগেও নির্বাচন করেছি। তবে এখন নির্বাচন থেকে সড়ে দাঁড়ানো কোন সুযোগ নেই। দুই আআসনে নির্বাচন করছি এখানে বয়স ফ্যাক্ট নয়। কিন্তু চাঁদপুর-৩ থেকে জয়ী হলে এটা হবে আমার জন্য আশিবাদ। আমি নির্বাচনী সব প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি। এ নির্বাচন এটাই প্রমান করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ডামি প্রার্থী কেন হবো। আমি ডামি প্রার্থী না। আর নৌকাকেও চ্যালেঞ্জ করি না। জননেত্রী শেখ হাসিনাকে সন্মান জানিয়ে নির্বাচন করছি। নির্বাচনে এক ঘরে দুই ভাই থাকে। নৌকা, স্বতন্ত্র ভাই ভাই। যে জনগনের রায়ে জয়ী হবে তাকেই জননেত্রী গ্রহন করে নিবেন। আর আগামীতে নির্বাচন করার বয়স আমার থাকবে না। অবাধ ও সুষ্ঠ নির্বাচন হলে আমি ইনশাল্লাহ জয়ী হবো।
তিনি আরও বলেন, চাঁদপুরের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থেকে আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। এর আগেও আমিও এই দুইটি আসনের এমপি ছিলাম। ভোটারদের প্রত্যাশা পুরনেই আমি এবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ সময় তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সম্পাদক সম্পাদক আল ইমরাম শোভন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি সোহেল রুশদী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক প্রকাশক জাকির হোসেন, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে মাসুদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, ইঞ্জি আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য বদিউজ্জামান কিরণ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী, পুরো আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মনজুরুল আলম।