স্টাফ রিপোর্টার : কচুয়ায় এক কেজি গাঁজাসহ ফারুক গাজী (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজাসহ তাকে আটক করেন। আটককৃত ফারুক গাজী একই উপজেলার হাসিমপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আটককৃত ফারুক গাজীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কচুয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।