চাঁদপুর জেলা বিএনপির মানববন্ধন

স্টাফ রির্পোটার : ১০ ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা বিএনপি।গতকাল ১০ ই ডিসেম্বর রবিবার শহরে জেলা বিএনপির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তবে জেলা বিএনপির ব্যানারে এই মানববন্ধন হলেও এদিন মানববন্ধনে জেলা বিএনপির কোন নেতাকে দেখা যায় নি। মানববন্ধনে অংশ নেয় যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদল, মহিলাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় বক্তারা সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আজকে দেশে মানবাধিকার বলতে কিছু নেই। পুরো দেশ চলছে একদলীয় শাসন ব্যবস্থায়।

আজকে কথা বলার অধিকার নেই,গনতান্ত্রিক আন্দোলন সভা সমাবেশ করার অধিকার নেই। দেশে আওয়ামী বাকশালি সরকারের রাজত্ব চলছে।এদিন শহরের বাইরেও বেশ কয়েকটি জায়গায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন করে।

সম্পর্কিত খবর