মোহাম্মদ ইব্রাহিম খান: স্বনামধন্য মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চাঁদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান ডাঃ সালেহ আহমদ অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন।রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের গত ২৩ নভেম্বরের প্রজ্ঞাপনে তার এ পদোন্নতির কথা জানানো হয়।
জানাগেছে, চাঁদপুরে নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা প্রদানকারীদের মধ্যে ডাঃ সালেহ আহমদই প্রথম অধ্যাপক পদে পদোন্নতি পেলেন।ডাঃ সালেহ আহমদ বলেন,মানুষের সেবা করাটাই চিকিৎসকদের মূল লক্ষ্য।আমাকে যে সম্মান দেওয়া হয়েছে আমি যেন তার মর্যাদা রাখতে পারি এবং দেশের মানুষকে সঠিক চিকিৎসা সেবা দিয়ে যেতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।এর আগে ২০২৩ সালের ২৩ জুন এই গুণী চিকিৎসক সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।এর আগে ২০২০ সালের ২ জানুয়ারি তিনি চাঁদপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পান।
ডাঃ সালেহ আহমদ ১ ডিসেম্বর ১৯৬৪ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে ১৯৮৯ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।দশম বিসিএস এর এই কর্মকর্তা ১১ ডিসেম্বর ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজে ফিজিওলজি বিভাগের লেকচারার ও সহকারী রেজিস্ট্রার,স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের রেজিস্ট্রার ও সিসিইউ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ছিলেন।২০০১সালে কনসালটেন্ট মেডিসিন পদে চাঁদপুর সদর হাসপাতালে যোগদান করেন।২০০০ সালের জানুয়ারিতে তিনি এফসিপিএস ( মেডিসিন ) ডিগ্রি লাভ করেন।