
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলমের তত্ত্বাবধানে সদর থানার এসআই (নিঃ) মোঃ আরিফুর রহমান সরকার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ১৯কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
৭ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ৩নং কয়লাঘাট সাকিনের গিয়াস উদ্দিন রেডক্রস মেটারনিটি হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজা উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
অভিযান পরিচালনা কালে পলাতক অজ্ঞাত আসামীরা পুলিশের উপস্থিতি পূর্ব হতে টের পেয়ে ঘটনাস্থলে ১৯ কেজি গাঁজা রেখে নৌকা যোগে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩লক্ষ ৮০হাজার টাকা।
পলাতক আসামীদ্বয়ের নাম ১। মোঃ হানিফ মোল্লা (৩০), ২। মোঃ আল আমিন (২৩)। পলাতক আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
প্রাথমিক তদন্তে পলাতক অজ্ঞাতনামা আসামীরা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট বিক্রয় করে আসছিল।
পলাতক আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৮, তারিখ-৭/১২/২০২৩ খ্রি. ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।