চাঁদপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি : ব্র্যাক এনজিও অফিস তছনছ

স্টাফ রিপোর্টার : ইদানিংকালে বাসা বাড়ি ও ফ্লাট বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে। চাঁদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি করেছে চোর চক্ররা।

ব্র্যাক এনজিও সমিতির তালা ভেঙ্গে অফিসে ঢুকে কাগজপত্র তছনছ করার পর প্রবাসীর শফিকুর রহমান খানের বাসায় আলমারি ভেঙ্গে দশ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে উধাও হয়ে যায়। প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকার পরেও পরিকল্পিতভাবে চোরেরা সেই বাসায় ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুরের পর হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। সুপ্রিয় দর্শক ঘটনাটি রাতে ঘটার পর বৃহস্পতিবার প্রবাসীর আত্মীয়-স্বজনরা বাসায় এসে এই চুরির ঘটনাটি দেখতে পায়।

খবর পেয়ে চাঁদপুর পুরান বাজার ফাঁড়ির ইনচার্জ রাজীব শর্মা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তারপরেই পিবিআই কর্মকর্তারা এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চুরির সাথে জড়িত চোরদের সনাক্তের জন্য কাজ শুরু করে।

পশ্চিম জাফরাবাদ আরজ খানের ছেলে শফিকুর রহমান খান সৌদি আরবে তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তার দোতলা ভবনের নিচ তলায় ব্র্যাক এনজিও অফিস ভাড়া দেয়। দ্বিতীয় তলায় প্রবাসীর শালিকা থাকতেন। কিন্তু গত দুইদিন পূর্বে তারা বাসায় তালা মেরে আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। ব্রেক এনজিওর অফিসের কোন পাহারাদার না থাকায় পরিকল্পিতভাবে সঙ্ঘবদ্ধ চোর চক্ররা তালা ভেঙ্গে এভাবে চুরি করেছে।

প্রবাসীর আত্মীয় অভিযোগ করে বলেন, প্রবাসী শফিক দীর্ঘ বছর যাবত সৌদি আরবে বসবাস করে। তার বাসায় রেখে যাওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা আলমারি ভেঙ্গে চুরি করে নিয়েছে। চোরেরা সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলেছে ও মনিটর ভেঙে ফেলেছে। এলাকার বহিরাগত কিছু ভাড়াটিয়া রয়েছে যারা মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। মূলত তারাই পূর্বে ওৎ পেতে থেকে এই চুরির ঘটনা ঘটিয়েছে। সুষ্ঠুভাবে তদন্ত করলেই প্রকৃত চোরদের ধরা সম্ভব হবে।

 

সম্পর্কিত খবর