কল্যাণপুরে শিক্ষামন্ত্রীর দিনব্যাপী নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা

এম.এম কামাল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর সদর উপজেলার ৩-নং কল্যাণপুর ইউনিয়নে দিনব্যাপী প্রয়াত আওয়ামী লীগ নেতা কর্মীদের কবর জিয়ারত ও আওয়ামী লীগ নেতা কর্মীদের ও সাধারণ মানুষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

গতকাল বুধবার ৬-ডিসেম্বর সকাল ১১টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত শিক্ষা মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি কল্যাণপুর ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতা কর্মীদের কবর জেয়ারত করেন এবং ইউনিয়ন নেতৃত্বের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি। প্রথমেই তিনি কল্যাণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী বাড়িতে মহিলা আওয়ামী লীগ ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সৌজন্যে সাক্ষাৎ করেন।

কল্যাণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বাধীনতা সংগ্রাম কমিটির সভাপতি মৌঃ মোঃ ইব্রাহিম বিএবিটি কবর জিয়ারত করেন, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মিজানুর রহমান তালুকদারের বাড়ীতে তার স্বজনদের খোজখবর নেন, এরপর তিনি কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ডালিম মিজির পিতাঃ মরহুম আলহাজ্ব বশির আহম্মেদ মিজির কবর জিয়ারত করেন, বীর মুক্তিযোদ্বা আবুল হোসেন সরকারের কবর জিয়ারত করেন, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মরহুম কামাল প্রধানিয়ার কবর জিয়ারত ও একই সাথে দোওয়া করে বীরমুক্তি যদ্ধা জয়নাল আবেদীন পাটওয়ারীর জন্য, এরপর তিনি পশ্চিম কল্যান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ খান দুদুর বাড়িতে দুপুরের খাবারে অংশ গ্রহণ করেন।

বিকলে মরহুম মাওঃ আঃ খালেক (র:) কল্যন্দী হুজুরের কবর জেয়ারত করেন, বিকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ শাহাবুদ্দিন এর পিতাঃ আঃ রশিদ গাজীর কবর জিয়ারত করেন, শেষ বিকেলে কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাংবাদিক এম.এম কামাল ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামাল গাজীর পিতঃ মরহুম আঃ ওহাব গাজীর কবর জেয়ারত করেন। পরে তিনি ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা বেগম ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় ডা. দীপু মনি এমপি বক্তব্যে বলেন, আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি ১৫টি বছর আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। তিনি উন্নয়ন প্রসঙ্গে বলেন, দেশ স্বাধীনের পর এই আসনটিতে অনেক এমপি-মন্ত্রী ক্ষমতায় ছিল, এখানকার মানুষের সবচাইতে যে সমস্যাটি নদী ভাঙন, কিন্তু সেই ভাঙন প্রতিরোধে কেউ ব্যবস্থা নেয়নি। আমি আপনাদের দেয়া সুযোগটি কাজে লাগিয়ে চাঁদপুর-হাইমচরকে নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাধ নির্মাণ করে দিয়েছি।

১১৫ বছরের পুরোনো লাকসাম-চাঁদপুর রেলপথকে নতুন করে তৈরী করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় বহু স্কুল, ও কলেজ, নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। নতুন বহু কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে বহু পরিবারকে নতুন ঘর দেয়া হয়েছে। বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ, সবার হাতে মোবাইল, বছরের প্রথমদিন আপনাদের সন্তানদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। পূর্বের কোন সরকার আপনাদের জন্য এত উন্নয়ন করে নাই।

তিনি আরো বলেন, বর্তমান সরকার বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বৃদ্ধ ভাতা, ভিজিডি, বিজি এফ কার্ডে চাল আমরা জনগন কে বহু সেবা করে যাচ্ছি।

দিনব্যাপী কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,

জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শহীদউল্যাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, এডভোকেট সাইফুদ্দিন বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপকা মাসুদা নুর খন, এডভোকেট জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক সিমুল হাসান শাবনু,

জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দীন, চাঁদপুর জেলা সাংবাদিক সংস্থার সভাপতি, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম কামাল, কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ খান দুদু, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন পালোয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক মহসিন মিজি,

ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জোছনা বেগম, সাধারণ সম্পাদক সন্ধা রাণী, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি (অসুস্থ্য) মোঃ জামাল গাজী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ শাহাবুদ্দিন, যুগ্ম আহবায়ক, এসএম সুমন হাওলাদার, মজিবুর রহমান ডালিম মিজি, মোঃ জসিম বেপারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাধারণ সম্পাদক মোঃ ছাদ্দাম,ইউনিয়ব ছাত্রলীগের আহবায়ক মোঃ ওমর ফারুক সুমন,

যুগ্ম আহবায়ক মাসুদ তহবিলদার, যুগ্ম আহবায়ক শামিম খলিফা, যুগ্ম আহবায়ক আরিফ মুন্সি, মোঃ শাহাদাত, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, মোঃ ইলিয়াস চৌধুরী, আঃ জলিল সরকার, ইমরান সরকার, মোঃ শফিকুর রহমান মেম্বার, আবুল কাশেম মিজি, মোঃ বাদশাসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সম্পর্কিত খবর