শাহতলী জিলানী চিশতী উবির শিক্ষক শহীদুল ইসলামের পিতার ইন্তেকাল

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম এর পিতা ও রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের মিজি বাড়ি নিবাসী মো: আনওয়ারুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।

গতকাল ৩ডিসেম্বর (রবিবার) দুপুর ২টা ৩০মিনিটে মধুরোডস্থ নিজ বাড়িতে স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭৮বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ছেলে ও ৪মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

৩ ডিসেম্বর বাদ এশা মধুরোড বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় মরহুমের জানাযার নামাজে অংশ গ্রহন করেন শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, ব্যবসায়ী অলি আহমদ বেপারী, শাহতলী কামিল মাদরাসার অফিস সহকারি মো: শরীফ খান সহ শতশত মুসল্লীগণ।

এদিকে, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম এর পিতা মো: আনওয়ারুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন।

 

সম্পর্কিত খবর