
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান এর নির্দেশনায় সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প অপসারণ করা হয়েছে।
গতকাল চাঁদপুরে সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের অপসারন করা হয়।
আগামী ৭জানুয়ারি ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সময়সূচি ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসানের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক এবং আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সহযোগিতায় অপসারণ করা হয়।