জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উবিতে দুর্ধর্ষ চুরি সংঘটিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে দুধষ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় চাঁদপুর সদর থানার ওসি’র নির্দেশে তাৎক্ষনিক চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চুরির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা নিবেন বলে জানান ।

জানা গেছে,এ ঘটনায় গতকাল ৩০নভেম্বর (বৃহস্পতিবার) কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র পরামর্শক্রমে কলেজ অধ্যক্ষ মো:হারুনঅর রশিদ বাদী হয়ে অজ্ঞাত চোরদের আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলমকে জানালে তিনি ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠান।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত চোরদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।

কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, ৩০নভেম্বর সকালে শাহতলী জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনার খবর পেয়ে আমি চাঁদপুর সদর মডেল থানাকে ওসি মো: শেখ মুহসিন আলম কে অবগত করি। তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদকে থানায় অভিযোগ দায়ের করতে নির্দেশনা দিয়েছি।

চাঁদপুর সদর থানার ওসি’র নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

তিনি জানান, আমি ওসি স্যারের নির্দেশে শাহতলীতে দুটি প্রতিষ্ঠানে চুরির ঘটনার পরিদর্শন করে সত্যতা পেয়েছি। দ্রুত চোর সনাক্ত করতে অভিযান অব্যাহত রাখবো।

এ বিষয়ে চাঁদপুর সদর থানায় লিখিত অভিযোগে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ উল্লেখ করেন, আমরা ২৯নভেম্বর বিকাল অনুমান সাড়ে ৪টায় আমাদের কলেজ ও স্কুলের কার্যক্রম শেষ করে কলেজ ও স্কুলের অফিস কক্ষে তালাবদ্ধ করে সবাই নিজেদের গন্তব্যে চলে যায়। কলেজের পক্ষ থেকে ও স্থানীয়ভাবে সকাল অনুমান ৮টায় মোবাইল ফোনের মাধ্যমে জানায় কলেজের বারেন্দার গ্রিল ভাঙ্গা এবং অফিস কক্ষের দরজার তালা ভাঙ্গা ও অফিসের ভিতরের থাকা আসাবাব পত্র ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

একই সংবাদ স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিনকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষের দরজার তালা ভাঙ্গা ও শিক্ষক মিলনায়তনের অফিস কক্ষে থাকা আসাবাব পত্র ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে মর্মে জানায়।

উক্ত সংবাদের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে এসে অফিস কক্ষের মালামাল যাচাই বাচাই করে দেখি যে, কলেজ থেকে একটি ইপসন ব্রান্ডের প্রজেক্টর যাহার মূল্য-৩৫,০০০/- টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরচক্রের দল এবং স্কুলের প্রধান শিক্ষক স্কুলের শিক্ষক মিলনায়তন কক্ষের মালামাল যাচাই বাচাই করিলে স্কুলের গনিত শিক্ষক সাইফুল ইসলাম ও বিজ্ঞান শিক্ষক রাবেয়া আক্তার জানান যে, তাহাদের শিক্ষক ড্রেক্সের ড্রয়ারে থাকা নগদ ১৮,০০০/- টাকা নিয়ে যায়।

সম্পর্কিত খবর