মোঃ মহসিন হোসাইন: চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বুদ্ধদেব বসুর চিরায়ত বাংলা নাটক ‘তপস্বী ও তরঙ্গিনী’ মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।
এসময় জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে নাটকটি নির্মাণে নির্দেশনা দিয়েছেন তানভীর নাহিদ খান। সহকারী নির্দেশনায় ছিলেন নাভেদ রহমান ও ড্রামাতার্গ রুদ্র সাওজাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় তপস্বী ও তরঙ্গিনী’নাটকে অভিনয় করেছেন চাঁদপুরের অনন্যা নাট্যগোষ্ঠীর নাট্যশিল্পীরা।
গতকাল সন্ধায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক জোটের সভাপতি – তপন সরকার, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক- দারেন্দ্র নারায়ন চক্রবর্তী। নাটকের প্রধান সমন্বয়ক জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার দিতি সাহা ও সমন্বয় কারী নাট্যজন শহীদ পাটোয়ারী।
এছাড়াও মঞ্চ ও আবহ সঙ্গীত পরিকল্পনায় ছিলেন, নাভেদ রহমান, আলোক পরিকল্পনায় তানভীর নাহিদ খান, পোশাক পরিকল্পনায় কাজী তামান্না হক সিগমা ও দ্রব্য পরিকল্পনায় রুদ্র সাওজাল।
ব্যাতিক্রমী এই চিরায়ত বাংলা নাটকটি দীর্ঘ ১ মাস যাবৎ কর্মশালা শেষে গতকাল চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চায়ন হয়েছে। সবমিলিয়ে নাটকটিতে অনেক কিছুই নতুনত্ব দেখা গেছে। অভিনয় শিল্পে, আলোক পরিকল্পনায়, সেট ডিজাইন সহ মিউজিকে এক অনন্য শৈল্পিক ভাব ছিল। শক্তিমান বেশ ক’জন নাট্যশিল্পীরা এই নাটকে অভিনয়ের মাধ্যমে আগত অতিথিদের আনন্দ দিতে সক্ষমতা অর্জন করেছেন।
নাটক শেষে একপর্যায় অনন্যা নাট্যগোষ্ঠীর নাট্যশিল্পী, সঙ্গীত পরিকল্পনা নাভেদ রহমান, আলোক পরিকল্পনা- তানভীর নাহিদ খান সহ সকলের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়।