স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় তাজকিরাতুল উলুম তাহফিজুল মাদরাসায় ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার কমিটি গঠন ও তরবীয়াত সম্মেলন, ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। হাঃমাওঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে হাঃমাওঃ কাউছার আহমাদের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি হাঃ ক্বারী মোঃ আনাছ আমিনী।
তিনি বলেন শানে শাহাবা খতিব কাউন্সিল এমন একটি সংগঠন যা বাংলাদেশের ৬৪ জেলায় দায়িত্বরত ইমাম মুয়াজ্জিন দের পক্ষে কথা বলার শক্তিশালী মাধ্যম, যে সংগঠনের ছায়া তলে এসে ইমাম মোয়াজ্জিন, খতিবরা স্বাধীনভাবে একে অপরের পাশে থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করেন। তিনি চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার কমিটি ঘোষণা করেন।
কমিটির মধ্যে সভাপতিঃ মাওঃমোঃ শরাফত উল্লাহ চৌধুরী , সিনিয়র সহ-সভাপতিঃ হাঃক্বারী মাওঃ বেল্লাল হোসেন, সেক্রেটারিঃ হাঃমাওঃশরীফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারিঃ মাওঃমোস্তফা কামাল, সহ সেক্রেটারী: মাওঃমোঃইব্রাহিম খলিল, সহ সেক্রেটারী: হাঃজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক : মুফতী মাজহারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক : মাওঃ ফয়জুল্লাহ সাহেব অর্থ সম্পাদক: মুফতী শাহাদাত হোসাইন প্রচার সম্পাদক : হাঃআঃরাজ্জক সাহেব, সহ প্রচার সম্পাদক : হাঃ মোঃ হান্নান, দপ্তর সম্পাদক: হাঃ মাওঃ খালেদ সাইফুল্লাহ আইন সুরক্ষা সম্পাদক : মাওঃ ইব্রাহিম হোসেন,
সাস্হ্য সুরক্ষা মেডিকেল সম্পাদক : মাওঃরাকিবুল ইসলাম, কর্মসংস্হান সুরক্ষা সম্পাদক : মোঃইব্রাহিম মজুমদার জেলা সভাপতি হাঃ ক্বারী মোঃ আনাছ আমিনী বলেন এ কমিটি আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির জেলা কমিটির বরাবর জমা দিতে হবে এবং এই কমিটির কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে বলে তিনি জানান।